বিনোদন
Trending

যশরাজ ফিল্মসের ব্যানারে আমির পুত্র! প্রথম ছবি মুক্তির আগেই দ্বিতীয় কাজ শুরু..

Aamir's Son Under The Banner of Yash Raj Films

The Truth Of Bengal: শাহরুখ কন্যা সুহানা খানের পর এবার বলিউডে পা রাখতে চলেছেন আর এক স্টারকিড। তিনি আমির পুত্র জুনায়েদ খান। এই সিনেমায় দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবীর সাথে জুটি বাঁধতে দেখা যাবে তাঁকে। শুক্রবার থেকে শুরু হয়েছে মুম্বাইতে ছবির শুটিংপর্ব।

প্রথম ছবি সিলভার স্ক্রিনে মুক্তি পাওয়ার আগেই দ্বিতীয় ছবির কাজ শুরু করে দিয়েছেন আমির পুত্র জুনায়েদ খান। যশরাজ ফিল্মসের ব্যানারে এই ছবিতে আমির পুত্রের বিপরীতে দেখা যাবে দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবীকে। যতটুকু জানা গিয়েছে সম্পূর্ণ ছবিটির গল্প ঘিরে রয়েছে প্রেম। শুক্রবার থেকে মুম্বইয়ে শুরু হয়েছে ছবির শুটিংয়ের কাজ।

তবে, সেলুলয়েডে নয়, এবার ওয়েবে আসতে চলেছেন এই তারকা পুত্র। আমিরের বড় ছেলে জুনায়েদকে এবার দেখা যাবে ‘মহারাজ’ সিনেমায়। জানা যাচ্ছে এই ছবি নাকি মুক্তি পাবে একটি জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মে। উল্লেখ্য এর আগেও একটি সিনেমাতে কাজ করেছিলেন এই সেলেব কিড। যদিও সেই সিনেমা আজও মুক্তি পায়নি। তাই, এই ছবিটি ওটিটিতে রিলিজ করলেও এটিই হতে চলেছে জুনায়েদের বলিউড ডেবিউ।

নিজের ক্যারিয়ারের শুরুতেই যশরাজ ব্যানারের মতো প্রোডাকশন হাউজের সঙ্গে কাজ করতে যাচ্ছেন জুনায়েদ। তবে ছবির পরিচালকের ক্ষেত্রে শোনা যাছ্ছে যে রানী মুখার্জির হিচকি ছবির পরিচালক সিদ্ধার্থ পি মালহোত্রার হাতে আসতে পারে এই ছবির পরিচালনার ভার।

বৃহস্পতিবার জাপান থেকে ফিরে শুক্রবারই শুটিংয়ের কাজে যোগ দিয়েছেন তিনি। সিদ্ধার্থ ও যশরাজের মেলবন্ধনে হিচকি বক্স অফিসে সফল হয়েছিল। এবার সেই পথেই যে হাঁটতে যে চলেছেন আমির পুত্র তা বলাইবাহুল্য।

Free Access

Related Articles