বিনোদন

আসছে আমিরের ‘সিতারে জমিন পর’, প্রকাশ্যে মুক্তির দিনক্ষণ

Aamir's 'Sitare Zameen Par' is coming, release date announced

Truth Of Bengal: আমির খান। তিনি বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’। প্রত্যেক ছবিতে তার নিঁখুদ অভিনয় নজর করে সকলের। আমির খানের ছবি ‘তারে জমিন পর’ ছবি আজও সকলের মনে দাগ কেটে আছে। আগেই জানা গিয়েছিল এবার আসছে এই ছবির সিক্যুয়েল ‘সিতারে জমিন পর’। এবার সামনে এক ছবি মুক্তির দিনক্ষণ। সূত্রের খবর, আগামী ২০ জুন বড়পর্দায় মুক্তি পাবে আমিরের এই নতুন ছবি ‘সিতারে জমিন পর’।

সূত্রের খবর, ইতিমধ্যেই ‘সিতারে জমিন পর’ ছবির সম্পাদনা শেষ হয়েছে। আমিরের এই ছবি স্পোর্টস ড্রামা। তবে ছবিতে রয়েছে ছবিতে হিউমার ও ড্রামার নিঁখুত মিশেল। কিছুদিন আগে এক সাক্ষাৎকারে অভিনেতা বলেছিলেন, “ছবির চিত্রনাট্য শুনেই আমার গল্পটা পছন্দ হয়েছিল। তবে ছবিতে আমি মুখ্য চরিত্রে নয়, ছোট চরিত্রে থাকব।” তবে চরিত্র যাই হোক পর্দায় আমিরের উপস্থিতি মানেই নতুন কিছু চমক থাকবেই ছবিতে।

ছবিতে আমির খান ছাড়াও দেখা যাবে জেনেলিয়া দেশমুখকে। জানা গিয়েছে, আমির আমিরের এই নতুন স্পোর্টস ড্রামা আগামী ৩০ মে বড়পর্দায় রিলিজ করাতে চেয়েছিলেন। কিন্তু বক্স অফিসের কথা মাথায় রেখে ছবি মুক্তি সপ্তাহ দুয়েক পিছিয়ে দেন সুপারস্টার। তবে অবশেষে মুক্তি পেতে চলেছে আমিরের বহু প্রতীক্ষিত ছবি ‘সিতারে জমিন পর’। আগামী ২০ জুন মুক্তি পাবে ছবিটি। এখন দেখার ছবির আগেই সিক্যুয়েলের মতো দ্বিতীয় সিক্যুয়েল কতটা মন জয় করতে পারে সকলের।

Related Articles