বিনোদন

অবন্তিকার সাথে বিবাহ বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন আমির ভাগ্নে

Aamir's nephew opens up about divorce with Avantika

The Truth Of Bengal: সম্প্রতি এক সাক্ষাৎকারে স্ত্রী অবন্তিকা মালিকের সঙ্গে  বিয়ের ৮ বছর পর বিচ্ছেদ নিয়ে মুখ খুলতে দেখা যায় ইমরান খানকে। ইমরান বলেন ‘বিচ্ছেদ নিয়ে আমার মধ্যে কোনওরকম লজ্জা বা দ্বিধা নেই।এটা একটা পছন্দ ছিল আমাদের দুজনের।আমরা এমন এক পরিস্থিতিতে ছিলাম, যেখানে আমরা একে-অপরকে আরও শক্তিশালী হতে, আরও উন্নত হতে সাহায্য করতে পারছিলাম না মোটেই!’

বিচ্ছেদ নিয়ে মুখ খুলেছেন আমির খানের ভাগ্নে।তিনি বলেন ডিভোর্সের মতো সিদ্ধান্ত নেওয়াটা অনেকটাই কঠিন।এরসাথে তিনি জানালেন বিবাহ বিচ্ছেদ তাঁকে অনেকটাই কঠিন করে তুলেছে।সাথে তিনি এই মনে করেন যে কেউ যদি নিজের সঙ্গীর সঙ্গে মানিয়ে নিতে না পারেন তবে তাতে লজ্জার কিছু নেই। এখানেই শেষ নয়,সাক্ষাৎকারে নিজের নতুন বান্ধবী লেখা ওয়াশিংটনের ব্যাপারে কথা বলতে গিয়ে তিনি বলেন, ইন্ডাস্ট্রির মধ্যে গুঞ্জন দক্ষিণের নায়িকা লেখার সঙ্গে ঘনিষ্ঠতার কারণেই নাকি ইমরানের বিয়ে ভেঙেছে। লেখাকে নিয়ে কথা বলতে গিয়ে ইমরান জানান, দুজনে জেনে বুঝেই এই সম্পর্কে আসেন যাতে একে-অপরকে জীবনে পাওয়া আঘাত থেকে সেরে উঠতে, বৃদ্ধি এবং বিকাশে সহায়তা করতে পারি।২০১১ সালে ইমরানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন অবন্তিকা। তাঁদের একটি  ইমারা নামে  কন্যা সন্তানও রয়েছে।

২০১৯ সালে ইমরান ও অবন্তিকার মধ্যে বিচ্ছেদের গুঞ্জন উঠলেও তাঁরা নিজেরা এই নিয়ে কোনও মন্তব্য করেননি।  বিচ্ছেদের গুজব যে সত্যি  তা  সোশ্যাল মিডিয়ায় পোস্টের মাধ্যমে  সেই ইঙ্গিত দিয়েছিলেন অবন্তিকা।এর পরই গত বছর শোনা গিয়েছিল, ইমরান ও অবন্তিকা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।২০০৮ সালে ‘জানে তু ইয়া জানে না’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় ইমরানের।

Related Articles