বিনোদন
ফেলুবক্সিতে সোহমের বিপরীতে ওপার বাংলার এক জনপ্রিয় নায়িকা, তিনি কে?
A popular heroine of Opar Bengal opposite Soham in Felubaksi, who is she?

The Truth Of Bengal: প্রথমবার বাংলা ছবিতে অভিনয় করতে চলেছেন বাংলাদেশের জনপ্রিয় নায়িকা পরীমণি ৷ এই ছবির শ্যুটিংয়ের জন্য ছেলেকে নিয়ে কলকাতায় এলেন তিনি। মঙ্গলবার রাতে দমদম বিমানবন্দরে তাঁকে দেখা গেল ঢিলেঢালা সবুজ শার্ট আর জিন্সে। টলিউডে প্রথমবার কাজ করা নিয়ে ভীষণ এক্সাইটেড তিনি।
[ আরও পড়ুন ঃ
বিহারে আরায় হোলি স্পেশাল ট্রেনে ভয়াবহ আগুন
]
ফেলুবক্সি ছবিতে টলিউড অভিনেতাদের সঙ্গে অভিনয় করার জন্য মুখিয়ে আছেন ওপার বাংলার এই নায়িকা। পরীমণির সঙ্গে এই ছবিতে রয়েছেন সোহম চক্রবর্তী ও মধুমিতা সরকারের মত টলিউড শিল্পীরা। এই সপ্তাহ থেকেই শ্যুটিং শুরু হবে ফেলুবক্সির।