বিনোদন

প্রথা ভেঙে প্রথম বিশ্ব সুন্দরীদের তালিকায় ৬০ বছরের বৃদ্ধা!

60-year-old woman in the list of the first world beauties to break the tradition!

The Truth Of Bengal : সুন্দরের কোনও বয়স হয়না! আর সেটাই প্রমান করলেন এই শ্রেষ্ঠ সুন্দরী আর্জেন্টিনার বাসিন্দা আলেজান্দ্রা রদ্রিগেজ। পেশায় তিনি একজন আইনজীবী হলেও মডেলিং-এর নেশা ছিল বরাবরই। আর যার জেরে তিনি বাজিমাত করলেন মিস ইউনিভার্স বুয়েনস আইরেসের মঞ্চ।

২৫ তারিখের এই অনুষ্ঠানের পর তিনি এই খেতাব করে নিয়েছেন নিজের নামে। নেটিজেনদের মতে শুধুমাত্র রুপের জোরেই নয় মনের জোরেই যে সবটা পাওয়া যায় তা আবারও প্রমাণিত করলেন আলেজান্দ্রা। কারণ ৩৪ জন প্রতিযোগীদের পরাস্ত করে এই জয় একেবারেই অনুপ্রেরণাদায়ক। তাছাড়াও মিস ইউনিভার্স বুয়েনস আইরেসের মঞ্চ থেকে এবছর এই প্রথমবার সুযোগ করে দেওয়া হয়েছিল যাতে এই প্রতিযোগিতা ১৮ থেকে ২৮ এর মধ্যেই সীমাবদ্ধ না থাকে। পরে বয়স-সীমা বাড়িয়ে ১৮ থেকে ৭৩ করা হলে, শুধুমাত্র আলেজান্দ্রা একা নন এমন বহু যোগ্য প্রতিযোগিরাও এই খেলায় অংশগ্রহণ করতে পারবেন বলেই জানিয়েছেন, বুয়েনস আইরেসের অধিকর্তারা।

রদ্রিগেজ এহেন স্পর্ধা ও নিজের এই কর্মের ফলাফলে তিনি আবারও প্রমাণ করলেন যে, বয়স কেবল একটা সংখ্যা মাত্র। তাঁর শারীরিক সৌন্দর্যের থেকেও মানসিক ভাবে তাঁর চিন্তাভাবনা যে কতটা উন্নত তা এদিন পরিচয় পায় তখনই যখন তাঁকে তাঁর এই সাফল্যের জন্য প্রশ্ন করা হয়। তিনি সেই উত্তরে বলেন,”মিস ইউনিভার্স বুয়েনস আইরেসের এই প্রতিযোগিতায় এই নতুন দৃষ্টান্তের প্রতিনিধিত্ব করতে পেরে আমি সত্যিই গর্বিত ও রোমাঞ্চিত কারণ আমরা এমন একটি নতুন মঞ্চের উদ্বোধন করছি যেখানে নারীরা কেবল শারীরিক সৌন্দর্যই নয় বরং তাদের পরিকল্পনা, চিন্তাভাবনার মূল্যবোধের হিসেবে নিজের অস্তিত্ব গড়ে তুলতে পারবে!” তাছাড়াও তিনি আরও বলেন যে, “আমি এই প্রজন্মের প্রথম! যে এটি দিয়ে শুরু করি”। সামনের বছরই মে মাসে  মিস ইউনিভার্স আর্জেন্টিনা অনুষ্টিত হতে চলেছে এবং তিনি সেটার প্রস্তুতি নিয়ে ব্যাস্ত, এমনটাই জানিয়েছেন সংবাদ মাধ্যমকে।

Related Articles