
The Truth Of Bengal : মুক্তি পেয়েছে ‘৩৬ ডেজস’ এর অফিসিয়াল ট্রেলার। এই ওয়েব সিরিজের মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে নেহা শর্মাকে এছাড়াও ছবিতে রয়েছেন পুরব কোহলি, শ্রুতি শেঠ, চন্দন রায় সান্যাল, অমৃত খানভিলকার, শরিব হাশমি, সুশান্ত দিভগিকার, শেরনাজ প্যাটেল, ফয়শাল রশিদ, চাহাত ভিগ এবং কেনেথ দেশাই। ট্রেলারে নেহা শর্মাকে একজন রহস্যময় চরিত্রে দেখা যাচ্ছে। পুরব কোহলির বাড়িতে ভাড়াটে হিসাবে প্রবেশ করেছেন নেহা।
সাসপেন্স ও রহস্যে ভরা থ্রিলারটি ব্যাখ্যা দিয়েছে জীবনের যে কোন ধরনের গোপনীয়তা শরীরের প্রতি আঘাত হানে। ট্রেলারের শুরুতে দেখা যাচ্ছে অল্প সাদা চুল ওয়ালা এক মহিলা কোন কারণকে ঘিরে খুব আতঙ্কিত হয়ে পড়েছেন। কয়েকজন তাঁকে জিজ্ঞেস করছেন যে কি হয়েছে তাঁর। সে আগুল দিয়ে একটি রুমের দিকে ইঙ্গিত করে কিছু দেখানোর চেষ্টা করেন। তার দেখানো সেই দিকে যাওয়া মাত্রই চক্ষুচড়কগাছ বাকিদের। কি ছিল ওই রুমের ভিতরে? খুন করে কি কাও কে রাখা হয়েছে? ট্রেলারটি দেখে এই প্রশ্নই জাগবে দর্শকদের আর তারই উত্তর পেতে দর্শকদের ওটিটি প্ল্যাট ফর্ম সনি লিভে মুক্তি পাওয়া ওয়েব সিরিজ ‘৩৬ ডেজস’ কে দেখতে হবে।