সম্পর্কের ১৮ বছর! স্ত্রীর সঙ্গে আদুরে ছবি পোস্ট অর্জুনের
18 years of relationship! Arjun's picture posted with his wife

Truth Of Bengal: বিচ্ছেদের জল্পনা উড়িয়ে স্ত্রীর সঙ্গে ছবি পোস্ট করলেন অভিনেতা অর্জুন চক্রবর্তী। চলার পথের সারাজীবনের সঙ্গীকে নিয়ে লিখলেন মনের কথাও। বেশ কয়েকমাস আগে সাময়িক মাধ্যমে ছড়ায় বিচ্ছেদের গুঞ্জন। শুধুই এখানেই শেষ নয়। জল্পনা রটেছিল টলিউডের অন্য নায়িকার সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়েছেন অর্জুন। এই সমস্ত গুঞ্জনকে সম্পূর্ণ মিথ্যে প্রমাণ করলেন অভিনেতা।
সম্পর্কের ১৮ বছর উপলক্ষ্যে স্ত্রী সৃজা সেনের সঙ্গে আদুরে ছবি ভাগ করে নিয়েছেন অর্জুন চক্রবর্তী। ছবির ক্যাপশনে লেখা,”আমাদের প্রি-বোর্ড পরীক্ষার ফলাফল বের হয়েছে। আমি যথারীতি ভাল ফল করেছি। কিন্তু শিক্ষিকা বলেছিলেন, কেউ তোমাকে টেনে তুলেছে। তিনি নির্দিষ্ট একজন নতুন মেয়ের কথা উল্লেখ করেছিলেন। মেয়েটি তার আগের বছর আমাদের স্কুলে ভর্তি হয়েছিল এবং পর পর দুটো শিক্ষাবর্ষে প্রথম হয়েছিল। সেই মেয়েটিই হল সৃজা। যে শুধুই স্ত্রী নয়, বন্ধুর মতো পাশে থেকে উন্নতিতে সাহায্য করেছে”।
View this post on Instagram
অর্জুন-সৃজার সম্পর্কে তিক্ততার জল্পনা শুরু হয় NABC থেকে অর্জুন ফেরার পর থেকে। এমনকি অন্য নায়িকার সঙ্গে অর্জুনের সম্পর্ক রয়েছে বলে সামাজিক মাধ্যমে বিতর্কের ঝড় ওঠে। ৪৪ তম নর্থ আমেরিকা বেঙ্গলি কনফারেন্সে (NABC) গিয়েছিলেন সব্যসাচী পুত্র। ‘মোস্ট ভার্সেটাইল’ অভিনেতার পুরস্কারে ভূষিত হন তিনি। তারপর থেকে অর্জুন-সৃজার বিচ্ছেদের জল্পনা শুরু হয়। এবিষয়ে অর্জুন জানিয়েছিলেন, সবটাই রটনা। এবার এই জল্পনার অবসান করলেন অভিনেতা।