বিনোদন

স্পাইসজেটে চূড়ান্ত অব্যবস্থাপনা! সোশ্যাল মিডিয়া পোষ্টের মাধ্যমে ক্ষোভ প্রকাশ করলেন তৃণা

 

টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী তৃণা সাহা থাইল্যান্ডে কর্মসূত্রে যাচ্ছিলেন। কিন্তু বিমানবন্দরে পৌঁছেই বিপাকে পড়লেন তিনি। স্পাইসজেটের অব্যবস্থাপনার কারণে পাঁচ ঘণ্টা ধরে বিমানবন্দরে বসতে হয়েছিল তাকে এবং অন্যান্য যাত্রীদের। বিমানের বোর্ডিং নিয়ে কোনো ঘোষণা ছিল না। ক্ষমাও চায়নি স্পাইসজেটের কর্তৃপক্ষ।

তৃণা সাহা এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে, স্পাইসজেটের এক কর্মীর সঙ্গে যাত্রীদের কথা কাটাকাটি চলছে। তৃণা সাহা লিখেছেন, “এই ভিডিওটা খুবই ছোট্ট একটা প্রমাণ। স্পাইসজেট কীভাবে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আমাদের পাঁচ ঘণ্টা ধরে বসিয়ে রেখেছিল।

বিমানের বোর্ডিং নিয়ে কোনও ঘোষণা নেই। ক্ষমাও চাননি তাঁরা। উলটে স্পাইসজেটের এক কর্মী যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করেছে। এই ধরনের আচরণ কি সত্যিই কাম্য?”

তৃণা সাহা স্পাইসজেটের কর্তৃপক্ষকে সোজা জানিয়েছেন, “এই ধরনের আচরণের বিরুদ্ধে কী পদক্ষেপ নিচ্ছেন আশা করি সেটা জানানো হবে!”

Related Articles