বিনোদন

সোশ্যাল মিডিয়ার দৌলতে মানুষের মধ্যে ক্রমশ বাড়ছে টক্সিসিটি! মত সৌমিতৃষার

 

মিঠাই সিরিয়ালের সমাপ্তির পর টক্সিক ফ্যানদের আক্রমণের শিকার হয়েছেন অভিনেত্রী সৌমিত্রিষা কুণ্ডু। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও ছবি পোস্ট করা হয়েছে। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সৌমিত্রিষা।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে সৌমিত্রিষা বলেন, “আমি আমার জীবনে মিঠাই-এর উপস্থিতির জন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই। গত আড়াই বছর ধরে এই সিরিয়ালটি আমার কাছে পরিবারের মতো হয়ে উঠেছে। আমি সৌমিত্রিষা হিসাবে নয়, মিঠাই হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছি দর্শকদের মনে। দর্শকদের ভালোবাসায় আমি আজ এখানে। কিন্তু কিছু মানুষ অযাচিতভাবে আমাদের ব্যক্তিগত জীবনে নাক গলানোর চেষ্টা করেন যা আমার একেবারেই পছন্দ নয়।”

তিনি বলেন, “বর্তমানে আমি নিজেকে আরও বেশি মনে করিয়ে দিচ্ছি, যে সকলের প্রতি আমার দায়িত্ব কতটা। দেবের মতো একজন সুপারস্টারের সাথে লিডিং লেডি হওয়াটা আমার জন্য অনেক আনন্দের। তবে এসবের মাঝে বর্তমানে সোশ্যাল মিডিয়া যা হচ্ছে তা নিয়ে আমি অত্যন্ত চিন্তিত।”

Related Articles