বিনোদন

সালমানের জন্মদিনে তাকে শুভেচ্ছা জানালেন না শাহরুখ! টাইগার-পাঠানের দ্বন্দ্ব কি এখনো জারি?

 

বলিউডের জনপ্রিয় অভিনেতা সলমন খান আজ তার ৫৮তম জন্মদিন উদযাপন করলেন। মঙ্গলবার রাতে তিনি মুম্বাইয়ে ফিরে আসেন এবং বোন অর্পিতার বাড়িতে একটি বিশেষ পার্টির আয়োজন করা হয়। পার্টিতে পরিবারের সদস্যদের পাশাপাশি বন্ধুরাও উপস্থিত ছিলেন।

সলমনের ভাগ্নি আয়াতেরও আজ জন্মদিন। তাই ভাগ্নির সঙ্গেই কেক কাটলেন ভাইজান। জন্মদিনে তিন থাকওয়ালা বিশেষ কেকের আয়োজন করা হয়েছিল।

পার্টিতে সলমনের সৎমা হেলেন, ভাই আরবাজ খান, ছেলে আরহান, এবং বন্ধু ববি দেওলও উপস্থিত ছিলেন। ববি দেওল তার সোশ্যাল মিডিয়াতে একটি ছবি পোস্ট করে সলমনকে শুভেচ্ছা জানিয়েছেন।

চলতি বছরে সলমনের দুটি ছবি মুক্তি পেয়েছে। ‘কিসি কা ভাই কিসি কা জান’ দর্শকদের পছন্দ হয়নি। অন্য দিকে, বছরশেষে ‘টাইগার ৩’ ছবিতে অনুরাগীদের নজর কেড়েছেন ভাইজান। এ ছাড়াও ছোট পর্দায় রিয়্যালিটি শো ‘বিগ বস্‌’ও সঞ্চালনা করেছেন তিনি।

Related Articles