সব ভুল বোঝাবুঝি কাটিয়ে নতুন বছরে একসঙ্গে তারা, যেভাবে নিজেদের সম্পর্ককে নতুন করে সাজালেন রাহুল-প্রিয়াঙ্কা

গত ৩১ ডিসেম্বর অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের জন্মদিন ছিল। এ বছরই আবার নতুন করে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সংসার পেয়েছেন নায়িকা। তাই বছরটা আগের কয়েকটি বছরের তুলনায় অন্য রকম। ছেলে সহজের জন্যই তাঁরা সিদ্ধান্ত নিয়েছেন আবার একসঙ্গে থাকবেন। গত ছ’বছর আলাদা ছিলেন তাঁরা। এখন আবার একসঙ্গেই থাকছেন।
প্রিয়াঙ্কার জন্মদিনে রাহুল একটি পুরনো ছবি শেয়ার করে লিখেছেন, “তোমায় ভালবাসি। শুভ জন্মদিন।”বছরের শুরুর দিকেই এসেছিল খবরটা। আইনি সব জটিলতাই মিটিয়ে নিয়েছেন তাঁরা। একসঙ্গে তিন জনে ঘুরতে যাওয়া, খেতে যাওয়া, নানা ধরনের ছবি পোস্ট করতে থাকেন তাঁরা।
প্রিয়াঙ্কা জানান, তিনি এবং রাহুল একে অপরকে ১৩ বছর ধরে চিনেন। প্রথমে তাঁরা বন্ধু ছিলেন। পরে প্রেম হয়। তবে দম্পতি হিসাবে তাঁরা সফল হতে পারেননি। তবে পরস্পরের প্রতি সম্মান ছিল।
তিনি বলেন, “ছ’বছর পর আবার একসঙ্গে পুজো কাটাচ্ছি, এটা ঠিক নয়। কারণ, এই কয়েক বছরেও আমরা পুজো কাটিয়েছি। এখানেই সহজের প্রসঙ্গ চলে আসে। একটা সময় একে অপরকে দোষারোপ করেছি। কিন্তু আমি বুঝেছি যে, আমারও কিছু ভুল ছিল। এখন সেই ভুলগুলো আর না করার চেষ্টা করছি। রাহুলও অনেক পরিণত হয়েছে। তাই ওকে আর একটা সুযোগ দিতে রাজি।”