বিনোদন

সত্যিই কি বন্ধ হয়ে যাচ্ছে তারক মেহেতা কা উল্টা চশমা? কী বললেন প্রযোজক অসিত মোদী?

 

দীর্ঘ ১৫ বছর ধরে টিভির পর্দায় রাজত্ব করা জনপ্রিয় ধারাবাহিক ‘তারক মেহতা কা উলটা চশমা’ সম্প্রতি বিতর্কের কেন্দ্রে রয়েছে। ধারাবাহিকের প্রযোজক অসিত মোদীর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তোলেন অভিনেত্রী জেনিফার মিস্ত্রি বনসিওয়াল। সেই অভিযোগের ভিত্তিতে অসিতের বিরুদ্ধে এফআইআরও দায়ের হয়। এরপর থেকেই ধারাবাহিক বন্ধের জল্পনা শুরু হয়।

জল্পনা বাড়তেই প্রযোজক অসিত মোদী বলেন, ‘‘জটিল পরিস্থিতির কারণে আমরা আপাতত দয়াবেনের চরিত্রকে ফিরিয়ে আনতে পারছি না। তবে আমি কথা দিচ্ছি, দয়াবেনকে ফিরিয়ে আনবই। সে দিশা ভকানির হাত ধরেই হোক, বা অন্য কারও মাধ্যমে। ১৫ বছর ধরে একটা কমেডি ঘরানারা ধারাবাহিক চালানো সহজ কাজ নয়। এত দিন যখন করতে পেরেছি, আগামী দিনেও পারব।’’

আপাতত দেখার বিষয়, অসিত মোদীর প্রতিশ্রুতি কতটা বাস্তবায়িত হয়।

Related Articles