বিনোদন

শীঘ্রই মা হতে চলেছেন শ্রুতি দাস? জল্পনা তুঙ্গে!

 

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি দাস ও স্বর্ণেন্দু সমাদ্দার গত জুন মাসে চুপিসারে আইনি বিয়ে সারেন। এরপর থেকেই তাঁদের দাম্পত্য নিয়ে টলিপাড়ায় জোর আলোচনা চলছে। সম্প্রতি ‘দিদি নম্বর ১’-এর মঞ্চে এসে নিজের ভবিষ্যতের পরিকল্পনা জানিয়েছেন অভিনেত্রী।

শ্রুতি জানান, ২০২৫ সালে তাঁরা সামাজিক বিয়ে করবেন। এরপর পাঁচ বছর পর অর্থাৎ ২০৩০ সালে সন্তান নেওয়ার পরিকল্পনা রয়েছে তাঁদের। শ্রুতির এই পরিকল্পনা শুনে সবাই অবাক হয়েছেন।

শ্রুতি বলেন, “আমি চাই সবকিছু সুন্দরভাবে হোক। তাই আগে থেকেই পরিকল্পনা করে রেখেছি।” তিনি আরও বলেন, “২০৩০ সালে আমার বর তখন কত বয়সী হবেন!”শ্রুতি ও স্বর্ণেন্দুর মধ্যে বয়সের পার্থক্য প্রায় ১৪ বছর। তাই মজা করে শ্রুতি বলেন, “আমি ভাবছি ২০৩০ সালে আমার বর তখন কত বয়সী হবেন!”

Related Articles