বিনোদন

‘লুপ’: চিরঞ্জিৎ-ইন্দ্রাণীর নতুন ছবিতে রহস্যের ছোঁয়া!

 

কলকাতা থেকে দূরের এক রিসর্টে একদল অতিথির গল্প নিয়ে নির্মিত হচ্ছে নতুন একটি থ্রিলার ছবি। এই ছবির নাম ‘লুপ’। ছবিটি পরিচালনা করছেন অর্ঘ্যদীপ চট্টোপাধ্যায়। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন চিরঞ্জিৎ চক্রবর্তী ও ইন্দ্রাণী দত্ত।

ছবির গল্পে দেখা যাবে, একদল অতিথি একদিন এক রিসর্টে বেড়াতে যায়। রিসর্টটির দায়িত্বে আছে এক বয়স্ক দম্পতি মিস্টার অ্যান্ড মিসেস গোম্‌স। কিন্তু বেলা যত বাড়তে থাকে, ততই অতিথিদের মধ্যে টানাপোড়েন শুরু হয়। এই টানাপোড়েনের নেপথ্যে কি মিস্টার অ্যান্ড মিসেস গোম্‌স? নাকি তারাও কোনও বৃহৎ চক্রান্তের শিকার?

চিরঞ্জিৎ চক্রবর্তী এই ছবিতে একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করবেন। ইন্দ্রাণী দত্ত একজন রহস্যময়ী নারীর চরিত্রে অভিনয় করবেন। এই ছবিতে আরও অভিনয় করবেন প্রিয়াঙ্কা সরকার, ঈশান মজুমদার, বরুণ চন্দ, ইন্দ্রজিৎ মজুমদার, তনয়া মুখোপাধ্যায়, অপ্রতীম চট্টোপাধ্যায় ও কেয়া চক্রবর্তী।

ছবির পরিচালক অর্ঘ্যদীপ চট্টোপাধ্যায় বলেন, “‘লুপ’ শব্দের সাধারণ অর্থ হল বার বার একই জিনিস করার প্রবণতা বা কোনও কিছু বার বার ফিরে আসার ক্ষেত্রে আমরা এই শব্দটি ব্যবহার করি। এই ছবিতেও ফিরে আসার গল্প রয়েছে। তবে ছবিটি শুধুমাত্র একটি থ্রিলার নয়। এতে আরও বিভিন্ন উপাদান মিশেছে।”

চিরঞ্জিৎ-ইন্দ্রাণী জুটিকে একসঙ্গে পর্দায় দেখার জন্য দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে। এই জুটি একসময় বেশ কিছু হিট ছবিতে অভিনয় করেছেন। দীর্ঘ দিন পর এই জুটি আবার একসঙ্গে কাজ করছে বলে উচ্ছ্বসিত ইন্দ্রাণী দত্ত। তিনি বলেন, “‘লুপ’-এ আমার চরিত্রটি খুবই ইন্টারেস্টিং। দীর্ঘ দিন পরে আবার চিরঞ্জিৎদার সঙ্গে কাজ করছি। তাই আমি আরও বেশি উত্তেজিত।”

ছবির সঙ্গীতের দায়িত্বে রয়েছেন রণজয় ভট্টাচার্য। ক্যামেরায় শুভদীপ নস্কর। খুব শীঘ্রই শুরু হবে ছবির শুটিং।

Related Articles