বিনোদন

লম্বা নায়কের বিপরীতে খাটো অভিনেত্রী! সোশ্যাল মিডিয়ায় ট্রোলের মুখে সৌমিতৃষা

 

বাংলা টেলিভিশন জগতের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী সৌমীতৃষা কুণ্ডু। তাঁর অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। তবে সাফল্যের সাথে সাথেই তিনি ট্রোলেরও স্বীকার হতে হয়েছেন।

সম্প্রতি তিনি তাঁর শেষ ছবি “প্রধান” নিয়ে ট্রোলের স্বীকার হয়েছেন। ছবিতে দেবের বিপরীতে অভিনয় করেছেন তিনি। ছবিটি মুক্তি পাওয়ার পর থেকেই অনেকে বলতে শুরু করেছেন যে, দেব লম্বা এবং সৌমীতৃষা কুণ্ডু ছোট। এই জুটি মোটেই মানাচ্ছে না। সৌমীতৃষাকে দেবের সিনেমায় নেওয়া উচিত হয়নি।

সৌমীতৃষা কুণ্ডু এই ট্রোলের বিরুদ্ধে এবার মুখ খুলেছেন। তিনি সংবাদ মাধ্যমে বলেছেন, “বলিউড হলে এরকম কিছুই হতো না। জয়া বচ্চন – অমিতাভ বচ্চন, রানী – অভিষেক অনেকেই একসঙ্গে সিনেমা করেছেন। কিন্তু তাঁদের বেলায় খুব সুন্দর করে দর্শক বলেছেন পারফেক্ট জুটি। কিন্তু যখনই দেব ও সৌমীতৃষার পালা এল, তখনই অসুবিধা হচ্ছে সবার।”

Related Articles