রোহিতের ব্যবহার দেখে মনে মনে খুব কষ্ট পেল ফুলকি!

বাংলা টেলিভিশনের নতুন ধারাবাহিক “ফুলকি”-র গত পর্বে দেখা গেছে, বক্সিং ম্যাচে লড়তে গিয়ে ফুলকির বিপদ হয়। তাকে নিয়ে পরিবারের লোকজন খুবই চিন্তিত ছিল। কিন্তু শেষ পর্যন্ত রোহিত ফুলকিকে হাসপাতালে নিয়ে আসায় ফুলকির বিপদ কিছুটা হল কেটেছে।
ফুলকি রোহিতের ওপর রাগ করে বাড়ি থেকে চলে গিয়েছিল বাপের বাড়িতে। ফুলকি বাড়ি থেকে চলে গেছে দেখেই রোহিত তাকে ফিরিয়ে আনার জন্য আবার নিজে গেল। রোহিত নিজের কাজের জন্য এদিক-ওদিক যাবে কিন্তু ঈশিতা রোহিতকে জানায় সে এত কিছু যে করছে শালিনী জানে কিনা।
ফুলকি তার জীবনের আসল সত্যি বলেনি সেই জন্যই সেই রাগে রোহিত ফুলকিকে নিয়ে একটা ভাঙা বাড়িতে নিয়ে গিয়ে বন্দুক ঠেকায়।
এই পর্বে দেখা গেছে, রোহিত ফুলকিকে একা পেয়ে তাকে জিজ্ঞাসা করে, সে কেন তাকে তার জীবনের আসল সত্যি বলতে চায় না। ফুলকি বলে, সে রোহিতের সাথে তার জীবনের আসল সত্যি শেয়ার করতে ভয় পায়। সে জানে, রোহিত যদি তার সত্যি জানতে পারে, তাহলে সে তাকে আর ভালোবাসবে না।
রোহিত ফুলকির কথা শুনে আরও রেগে যায়। সে ফুলকিকে বলে, সে তাকে আর কখনই ভালোবাসবে না। সে ফুলকিকে ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়।
রোহিত ফুলকিকে ছেড়ে চলে যাওয়ার পর, ফুলকি খুবই কষ্ট পায়। সে বুঝতে পারে, সে রোহিতের ভালোবাসা হারিয়ে ফেলেছে।
পরবর্তী পর্বে দেখা যাবে, রোহিত ও ফুলকি কীভাবে একে অপরকে বুঝতে পারবে এবং তাদের সম্পর্ককে পুনরুদ্ধার করতে পারবে।