বিনোদন

রোহিতের থেকে উপহার পেয়ে কেমন অবস্থা হল ফুলকির?

 

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘ফুলকি’-তে রোহিত ও ফুলকির সম্পর্ক নতুন মোড় নিয়েছে। রোহিত ফুলকিকে লাইব্রেরিতে নিয়ে যায় এবং বই তোলার অজুহাতে ফুলকিকে গ্রন্থাগারিককে ব্যস্ত রাখতে বলে। এরপর রোহিত জানতে পারে ফুলকি একজন গুন্ডার মেয়ে।

ফুলকির আসল পরিচয় জানতে পেরে রোহিত তাকে নিজের পরিচয় তৈরি করতে উৎসাহিত করে। ফুলকি জানায় রোহিত যদি তার পাশে থাকে তাহলে সে সবকিছু করতে পারবে।

রোহিত ফুলকির প্রতি দুর্বল হয়ে পড়েছে। সে ফুলকিকে তার প্রতিযোগিতার জন্য নিজের বক্সিং গ্লাভস উপহার দেয় এবং জানায় তার বিপরীতে যত প্রতিভাবান খেলোয়াড়ই থাকুক না কেন, সে যেন তার লক্ষ্যে স্থির থাকে।

Related Articles