রাম মন্দির উদ্বোধন উপলক্ষে অসাধারণ গান গাইলেন এই জার্মান গায়িকা! মুগ্ধ প্রধানমন্ত্রী মোদিও

২২ জানুয়ারি রাম মন্দির উদ্বোধন হতে চলেছে। এই বিশেষ দিনের জন্য সারা বিশ্বের হিন্দুরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। রাম মন্দির উদ্বোধনের আগেই রাম মন্দির নিয়ে উচ্ছ্বাস দেখা যাচ্ছে ভীষণভাবে। রাম মন্দির উদ্বোধনের দিন ঠিক হওয়ার পর থেকেই অনেক শিল্পী রামের ভজন রচনা করেছেন ও গেয়েছেন।
এই ধারাবাহিকতায় এবার জার্মান গায়িকা ক্যাসান্দ্রা মে স্পিটম্যানের একটি ভজন ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ‘রাম আয়েঙ্গে তো অঙ্গনা সাজাউঙ্গি’ গানটি গেয়েছেন তিনি।
জানা গেছে, ক্যাসান্দ্রা মে স্পিটম্যান চোখে দেখতে পান না। তিনি কখনও ভারতে যাননি। তবে হিন্দি, মালয়ালম, তামিল, উর্দু, বাংলা, সংস্কৃত এবং কন্নড়-সহ অনেক ভাষায় গান গেয়েছেন।
দিন চারেক আগে ক্যাসান্দ্রা মে স্পিটম্যান তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ‘রাম আয়েঙ্গে’ গানটি শেয়ার করেছেন। ভিডিয়োটিতে তিনি গানটি গাইছেন এবং হিন্দি বলছেন। ক্যাসান্দ্রা মে স্পিটম্যানের এই ভিডিয়োটি ইনস্টাগ্রামে প্রায় ৫২১ হাজার অর্থাৎ পাঁচ লাখেরও বেশি মানুষ দেখেছেন। ৬০ হাজারেরও বেশি মানুষ এই ভিডিয়োটি লাইক করেছেন।