মহাভারতের থিমে বিয়ে, সামনে এলো রণদীপ হুডার বিয়ের ছবি!

বলিউডের হ্যান্ডসাম ব্যাচেলর রণদীপ হুডা অবশেষে গাঁটছড়া বাঁধলেন। মণিপুরী অভিনেত্রী লিন লাইশরামের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন তিনি। বুধবার মণিপুরের রাজধানী ইম্ফলে তাদের বিবাহ সম্পন্ন হয়।
বিয়ের অনুষ্ঠানে রণদীপকে ঐতিহ্যবাহী মণিপুরী বরবেশে দেখা গেল। তিনি লাল রঙের পাঞ্জাবি এবং সাদা রঙের দোপাট্টা পরেছিলেন। মাথায় ছিল ফুলের মালা। অন্যদিকে, লিনকে দেখা গেল সাদা রঙের ঐতিহ্যবাহী মণিপুরী পোশাকে। মাথায় ছিল সোনালি গয়না এবং মুকুট।
বিয়ের অনুষ্ঠানে দুই পরিবারের ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং আত্মীয়স্বজনরা উপস্থিত ছিলেন। বিয়ের থিম ছিল মহাভারত। মহাভারতের অর্জুন-চিত্রাঙ্গদার প্রেমের গল্প অনুপ্রাণিত করেই এই থিমটি বেছে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
রণদীপ এবং লিন গত বছর দীপাবলির সময় প্রথমবারের মতো একে অপরের সাথে পরিচয় করিয়েছিলেন। এরপর থেকেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অবশেষে বুধবার তাদের বিয়ে সম্পন্ন হয়।
রণদীপ এবং লিনের বিবাহে শুভেচ্ছা জানাতে নেটমাধ্যমে অনেকেই তাদের পোস্ট করেছেন। তাদের ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছেন।