বিনোদন
বিয়ের সাজে সোশ্যাল মিডিয়ায় ধরা দিলেন মিমি চক্রবর্তী, আসল কারণটা কী?

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী বৃহস্পতিবার সকাল সকাল ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন। ছবিতে দেখা যায়, তিনি কনের সাজে সেজে উঠেছেন। তবে এই কনের সাজ একটু অন্যরকম। মাথায় টোপর, পরনে বেনারসি শাড়ি থাকলেও, এক হাতে গিটার আর অন্য হাতে মাইক। চোখে মুখে বিষন্নতা।
ছবির ক্যাপশনে মিমি লিখেন, “ভাল্লাগেনা!”এই ছবি প্রকাশ্যে আসতেই নেটদুনিয়ায় হইচই পড়ে যায়। অনেকেই ভেবে নেন, মিমি চক্রবর্তী বিয়ে করছেন। কিন্তু সত্যিটা হলো, এটি মিমির নতুন গানের পোস্টার।
মিমি চক্রবর্তী অভিনয়, রাজনীতির পাশাপাশি গানও করেন। এর আগেও তিনি বেশ কয়েকটি গানের অ্যালবাম প্রকাশ করেছেন। এবার তিনি নতুন একটি গান প্রকাশ করতে যাচ্ছেন। গানটির নাম “ভাল্লাগেনা”।
গানটির পোস্টার দেখে বোঝা যায়, এটি একটি রোমান্টিক গান। তবে গানটির কথায় বিষণ্ণতা প্রকাশ পেয়েছে।