বিনোদন

বিয়ের দুই দশক পর নতুন করে বিয়ের পিঁড়িতে রনিত রয়! কিন্তু কেন?

 

২০ বছর আগে ২০০৩ সালের ২৫ ডিসেম্বর বিয়ে করেছিলেন অভিনেতা রণিত রায় ও তাঁর স্ত্রী নীলম। সেই একই তারিখে আবার বিয়ে করলেন অভিনেতা। তবে, এ বার পাত্রী একই। ২০ বছর পরে স্ত্রী নীলমকেই আবার বিয়ে করেছেন তিনি।

সোমবার ছিল তাঁদের বিয়ের ২০ বছরের পূর্তি। সেই উপলক্ষেই পুরনো দিনে ফিরে গেলেন রণিত। সেই একই আচার-অনুষ্ঠান পালন করলেন। বলা যেতে পারে ২০ বছরের বিবাহবার্ষিকীর উদ্‌যাপন করলেন তিনি।

রণিতের স্ত্রী নীলমকে দেখে অনেকেই অবাক হয়েছেন। কারণ, তিনি এখনও আগের মতোই সুন্দর ও সাবলীল। রণিত ও নীলমের বিয়ের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।ভিডিয়োতে দেখা যায়, রণিত সাদা শেরওয়ানিতে সেজেছিলেন। তাঁর স্ত্রীর পরনে ছিল লাল টুকটুকে লেহঙ্গা। সঙ্গে ছিল মানানসই গয়না। সাত পাক ঘুরে, গলায় মালা দিয়ে নীলমকে বিয়ে করলেন তিনি। বিয়ের আসর বসেছিল গোয়ায়।

বিয়ের ভিডিয়ো পোস্ট করে রণিত লেখেন, “আমায় বিয়ে করবে? আবারও? আমাদের শপথগুলোকে আরও এক বার ঝালিয়ে নিচ্ছি। দ্বিতীয় বার তো কী! হাজার বার তোমার সঙ্গে এ ভাবেই বিয়ে করব।”

Related Articles