বিয়ের ছয় মাস পূর্তি কিভাবে পালন করলেন শ্রুতি-স্বর্ণেন্দু?

টেলিভিশন অভিনেত্রী শ্রুতি দাস এবং পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের বিয়ের ছয় মাস পূর্তি হয়েছে। গত ১০ জুলাই ২০২৩ সালে তারা গোপনে বিয়ে করেন। এবার ছয় মাস পর সেই বিয়ের ছয় মাস পূর্তি উপলক্ষে তারা দক্ষিণ কলকাতার একটি রেস্তোরাঁয় একসঙ্গে কেক কেটে উদযাপন করেন।
শ্রুতি দাস তার ইনস্টাগ্রামে বিয়ের ছয় মাস পূর্তির ছবি পোস্ট করে লিখেছেন, “মিসেস দাস সমাদ্দার হিসাবে অর্ধেক বছর কাটিয়ে ফেললাম। বিয়ের ছয় মাস পূর্তির শুভেচ্ছা।” তার এই পোস্টে অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন।
শ্রুতি দাস এবং স্বর্ণেন্দু সমাদ্দার দুজনেই টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী। তারা একসঙ্গে ‘রাঙা বউ’ ধারাবাহিকে কাজ করেছেন। এই ধারাবাহিকে অভিনয়ের সময়ই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
‘রাঙা বউ’ ধারাবাহিক শেষ হওয়ার পর শ্রুতি দাস নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘আমার বস’ ছবিতে অভিনয়ের সুযোগ পেয়েছেন। এই ছবির মাধ্যমে প্রথমবারের মতো বড় পর্দায় দেখা যাবে তাকে।