বিনোদন
বাবা আরবাজের বিয়েতে স্টেজে দাঁড়িয়ে গান গাইলেন ছেলে আরহান! ভাইরাল হল ভিডিও

বলিউডের জনপ্রিয় অভিনেতা আরবাজ খান দ্বিতীয়বার বিয়ে করলেন। ২৪ ডিসেম্বর, শুক্রবার রাতে মুম্বাইয়ে গোটা পরিবারের উপস্থিতিতে তিনি রূপটান শিল্পী সুরা খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
আরবাজের বিয়ের খবর বেশ কয়েক দিন ধরেই শোনা যাচ্ছিল। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে ৫৬ বছর বয়সে নতুন জীবন শুরু করলেন তিনি।
বিয়েতে আরবাজের ছেলে আরহানও উপস্থিত ছিলেন। তিনি কালো গলাবন্ধ পরেছিলেন। আরবাজ পরেছিলেন ফুলছাপ গলাবন্ধ। আরবাজের পোশাকের সঙ্গে সাযুজ্য রেখেই সেজেছিলেন সুরা।
বিয়ের পর আরবাজের বোন অর্পিতা খানের বাড়িতে বসে গানের আসর বসেছিল। সেখানে আরবাজ তার স্ত্রী সুরার জন্য ‘দবং’ ছবির ‘তেরে মস্ত মস্ত নয়ন’ গান গেয়েছিলেন। আরহান পাশে দাঁড়িয়ে লাজুক হাসেন। তবে বাবার জোরাজুরিতে ওই গানে বাবার নতুন স্ত্রীর সঙ্গে হাতে হাত ধরে নাচতেও দেখা গেল তাকে।