বিনোদন

বাবার পাঠানো গুন্ডাদের হাতে মার খেলেন ভিকি কৌশল! জানুন সম্পূর্ণ কাহিনী

 

বলিউডের জনপ্রিয় অভিনেতা ভিকি কৌশল। তাঁর বাবা শ্যাম কৌশল হলেন একজন পেশাদার অ্যাকশন পরিচালক। সম্প্রতি এক সাক্ষাৎকারে ভিকি জানান, তাঁর বাবার পাঠানো গুন্ডাদের হাতে নাকি বেদম মারধর খেয়েছেন তিনি।

গত ২১ ডিসেম্বর মুক্তি পেয়েছে রাজকুমার হিরানির পরিচালিত ছবি ‘ডাঙ্কি’। এই ছবিতেই প্রথম হিরানির পরিচালনায় অভিনয় করেছেন শাহরুখ খান। ছবিতে শাহরুখ ছাড়াও অভিনয় করেছেন তাপসী পন্নু, ভিকির মতো অভিনেতারা। সেই ছবির অ্যাকশন পরিচালনার দায়িত্বে ছিলেন ভিকির বাবা শ্যাম।

হিরানি এক সাক্ষাৎকারে জানান, এর আগে তাঁর কোনও ছবিতেই অ্যাকশন দৃশ্য না থাকায় ‘ডাঙ্কি’র জন্য শ্যামের উপর চোখ বন্ধ করে ভরসা করেছিলেন তিনি। তবে তাতেই নাকি বিপদ হয়েছিল ভিকির!

ভিকি জানান, ছবিতে তাঁর অ্যাকশন দৃশ্যের জন্য নাকি গুন্ডা পাঠিয়েছিলেন তাঁর বাবা নিজেই। ছবির চিত্রনাট্য অনুযায়ী, গুন্ডাদের সঙ্গে লড়াইয়ে হেরে যাওয়ার কথা ভিকির। সেই দৃশ্যেই নাকি ভিকিকে বেদম পিটিয়েছিলেন সেই গুন্ডারা।

হিরানি স্মৃতিচারণ করতে গিয়ে মজা করে বলেন, ‘‘শ্যাম নিজে ওই দৃশ্যগুলির শুটিংয়ের সময় ছিলেন সেটে। শুটিং শুরু হওয়ার পর আমি দেখলাম, নিজের বাবার লোকেদের হাতে ভিকি মারধর খাচ্ছে। আমার তো হাসি পাচ্ছিল! তবে শ্যাম খুবই পেশাদার। তিনি জানতেন যে ছবির জন্য এই দৃশ্যটি দরকার। তাই তিনি ভিকিকে মারধর করতে বাধা দেননি।’’

শ্যামের অ্যাকশন দৃশ্য পরিচালনার দক্ষতার প্রশংসা করে হিরানি বলেন, ‘‘শ্যামের হাত ধরেই ‘ডাঙ্কি’ ছবির অ্যাকশন দৃশ্যগুলি এত সুন্দর হয়েছে। তিনি আমাকে অনেক সাহায্য করেছেন।’’

‘ডাঙ্কি’ ছবি মুক্তির পর থেকেই বক্স অফিসে ভালো ব্যবসা করছে। প্রথম দিনেই ভারতীয় বক্স অফিসে প্রায় ৩০ কোটির ব্যবসা করে ফেলেছে এই ছবি।

Related Articles