বিনোদন
বাংলা টেলিভিশনের টিআরপি চার্টে বিরাট পরিবর্তন, প্রথম পাঁচের বাইরে অনুরাগের ছোঁয়া!

বাংলা টেলিভিশনের টিআরপি চার্টে গত কয়েক সপ্তাহ ধরে বিরাট পরিবর্তন দেখা যাচ্ছে। এই সপ্তাহেও সেই ধারাবাহিকতা বজায় রেখেছে।
এই সপ্তাহের টিআরপি চার্টে শীর্ষে রয়েছে জি বাংলার জগদ্ধাত্রী। এই ধারাবাহিকটি পেয়েছে ৮.৫ রেটিং পয়েন্ট। দ্বিতীয় স্থানে রয়েছে স্টার জলসার ফুলকি, যার প্রাপ্তি ৮.০ রেটিং পয়েন্ট। তৃতীয় স্থানে রয়েছে জি বাংলার নিম ফুলের মধু, যার প্রাপ্তি ৭.৯ রেটিং পয়েন্ট।
স্টার জলসার অনুরাগের ছোঁয়া এই সপ্তাহের টিআরপি চার্টে ষষ্ঠ স্থানে নেমে এসেছে। এই ধারাবাহিকটি পেয়েছে ৬.৯ রেটিং পয়েন্ট। গত কয়েক সপ্তাহ ধরে বাংলা টেলিভিশনে বেশ কয়েকটি নতুন ধারাবাহিক শুরু হয়েছে। এই ধারাবাহিকগুলি দর্শকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ফলে টিআরপি চার্টেও তাদের দাপট দেখা যাচ্ছে।