বিনোদন

বড় দিনে কেক কাটতে গিয়ে রণবীর চেচিয়ে উঠলেন ‘জয় মাতা দি’, ভাইরাল হল ভিডিও!

 

বলিউডের জনপ্রিয় কপূর পরিবারের বড়দিনের আনন্দ এবার ছিল একটু বেশিই। কারণ, এই বড়দিনেই কপূর পরিবারের নতুন প্রজন্মের সদস্য, রণবীর কপূর এবং আলিয়া ভট্টের মেয়ে রাহা কপূরের জন্ম হয়। বড়দিনের দিনই প্রথম বার মেয়েকে প্রকাশ্যে আনলেন তাঁরা।

এই আনন্দ উপলক্ষে কপূর পরিবারের সদস্যরা মিলে একসঙ্গে খাওয়া-দাওয়া করেন। সেই সময় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে, রণবীর কপূর বড়দিনের কেকে মদে ঢেলে আগুন ধরিয়ে দিচ্ছেন। আর সেই সময় তিনি ‘জয় মাতা দি’ বলে উঠছেন।

রণবীরের এই কাণ্ডে উপস্থিত সবাই হাসিখুশি হয়ে ওঠেন। কেউ কেউ রণবীরের কাণ্ডে মজা পেয়েছেন। আবার কেউ কেউ বলছেন, এই অভ্যাসটা আসলে ছিল রণবীরের বাবা, ঋষি কপূরের।

যাইহোক, এই ভিডিয়ো থেকে বোঝা যায় যে, কপূর পরিবারের সদস্যরা বড়দিনে খুবই আনন্দ করেছেন।

Related Articles