বিনোদন

বড়পর্দায় সকলের মন জয় করতে আসছে দীপক প্রধান! সঙ্গী মিঠাই

 

দেবের নতুন ছবি ‘প্রধান’। এই ছবিতে দেব দীপক প্রধানের চরিত্রে অভিনয় করছেন। তাঁর স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন সৌমিতৃষা। ছবিতে আরও অভিনয় করেছেন অনির্বাণ চক্রবর্তী, পরাণ বন্দ্যোপাধ্যায়, মমতা শঙ্কর, সোহম, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, জন ভট্টাচার্য, সাবিত্রী চট্টোপাধ্যায়, অম্বরীশ ভট্টাচার্য, বিশ্বনাস বসু, খরাজ মুখোপাধ্যায়, কাঞ্চন মল্লিক।

ছবির ট্রেলার দেখে মনে হচ্ছে, এই ছবিতে দীপক প্রধান একজন পুলিশ অফিসার। তিনি এক অসহায় বৃদ্ধ দম্পতির সাহায্যে অঞ্চল প্রধানের বিরুদ্ধে লড়াই করবেন।

প্রধান ছবিটি ২২ শে ডিসেম্বর বড় পর্দায় আসছে। দেবের সামনে কঠিন চ্যালেঞ্জ, কারণ ক্রিসমাসেই মুক্তি পাচ্ছে শাহরুখের ‘ডাঙ্কি’ এবং প্রভাসের ‘সালার’। দুই বিগ বাজেট বলিউড ছবিকে টেক্কা দিয়ে হল দখলের লড়াইতে কতটা সফল হবে দেবের ছবি? সেটাই এখন দেখার। তবে ‘টনিক’-এর পর পরাণ-দেব ম্যাজিক দেখতে বাঙালি মুখিয়ে রয়েছে তা বলাই যায়।

Related Articles