বিনোদন

ফের বিপদে কাঁকন! কী করবে জগদ্ধাত্রী?

 

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রীতে গত কয়েক পর্বে বেশ কিছু চমকপ্রদ ঘটনা ঘটেছে। রাজনাথ মুখার্জির প্রথম সন্তান স্বয়ংবুকে মেনে নিতে পারছে না তিনি। অন্যদিকে, স্বয়ম্ভু চায় তার বাবাকে পেতে। এই নিয়ে সাধুদা এবং কৌশিকীর মধ্যে ঝামেলা লেগে যায়।

সাধুদা কৌশিকীকে জানায় যে, স্বয়ংবু এই কেসটা দেখছে এবং রাজনাথ মুখার্জিকে সে গ্রেফতার করবেই। এই কথা শুনে কৌশিকী রেগে যায় এবং সাধুদাকে বলে যে, রাজনাথ মুখার্জির গায়ে যেন কোনরকম আঘাত না আসে।

এদিকে, জগদ্ধাত্রী এবং কৌশিকী দুজনে মিলে কৌশিকীকে গুলি কে করেছিল সেই কেস সল্ভ করার চেষ্টা করছে। এর মধ্যেই উৎসব এবং মেহেন্দি কাকনকে ভুল বুঝিয়ে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে। কিন্তু মেনান এই কথা শুনে জগদ্ধাত্রীকে জানিয়ে দেয়।

এই ঘটনায় দেখা যাচ্ছে যে, কাকন বিপদে পড়তে পারে। উৎসব এবং মেহেন্দি কাকনকে কোথায় নিয়ে যাচ্ছে তা এখনও জানা যায়নি। তবে, জগদ্ধাত্রী এবং কৌশিকী কাকনকে উদ্ধার করতে পারবে কিনা তা এখন দেখার বিষয়।

Related Articles