বিনোদন
ফুলকি চরিত্রে অভিনয় করে কি মিঠাইয়ের মত জনপ্রিয়তা পাবেন দিব্যানী? কী মত দর্শকদের?

জি বাংলার নতুন ধারাবাহিক ‘ফুলকি’র শুটিং শুরু হয়ে গেছে। এই সিরিয়ালে মুখ্য চরিত্রে অভিনয় করছেন নবাগতা দিব্যানী মণ্ডল।
প্রথম প্রোমো মুক্তি পেতেই চর্চায় উঠে এসেছিল ফুলকি। কারণ, এই সিরিয়াল জি তথা বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’ এর জায়গা নিতে এসেছে। দর্শকদের একটি বিরাট অংশ মনে করেন মিঠাইয়ের যোগ্য উত্তরসূরী হতে চলেছে ফুলকি।
প্রোমোতে দেখা যায়, হাঁপানি রোগী ফুলকি বক্সিংয়ে আগ্রহী। সে একজন প্রশিক্ষকের কাছে বক্সিং শিখতে যায়। সেখানে তার সাথে দেখা হয় রোহিত নামে এক ছেলের। রোহিতও বক্সিংয়ে আগ্রহী। ফুলকি এবং রোহিত একে অপরের প্রেমে পড়ে। এখন আগামী দিনে ফুলকি কতটা জনপ্রিয় হবে, সেটা দেখার জন্য এখন অপেক্ষা।