বিনোদন

প্রয়াত হলেন CID ধারাবাহিকের ফ্রেডি! শোকের ছায়া সর্বত্র

 

হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা দীনেশ ফড়নিসের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। বুধবার সকালে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। বয়স হয়েছিল ৫৭ বছর।

দীনেশ বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন। সম্প্রতি হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। তাঁর অবস্থা ছিল সঙ্কটজনক। রাখা হয়েছিল ভেন্টিলেশনে। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে মৃত্যু হল তাঁর।

হাসপাতাল সূত্রে খবর, দীনেশের যকৃৎ বিকল হয়ে গিয়েছিল। তার জেরেই মৃত্যু হলে মনে করা হচ্ছে।

দীনেশ হিন্দি টেলিভিশনের এক জনপ্রিয় অভিনেতা ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে টেলিভিশনে কাজ করেছেন। ‘সিআইডি’ সিরিয়ালে ইনস্পেক্টর ফ্রেডরিক্‌সের চরিত্রে তাঁর অভিনয় দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল। এছাড়াও, তিনি ‘কুমকুম’, ‘কুসুম’, ‘উড়ন খোঁয়াড়’ প্রভৃতি জনপ্রিয় টেলিভিশন সিরিয়ালে অভিনয় করেছেন।দীনেশের মৃত্যুতে টেলিভিশন জগতে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর সহকর্মীরা, পরিচালকরা, প্রযোজকরা তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

Related Articles