প্রধান সকলের ভালো লাগবে আশা রাখি, জানালেন সৌমিতৃষা!

জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু বড় পর্দায় ডেবিউ করতে চলেছেন। তিনি সুপারস্টার দেবের বিপরীতে অভিজিৎ সেনের পরিচালনায় নির্মিত ‘প্রধান’ ছবিতে অভিনয় করবেন। ছবিটি আগস্টে শুটিং শুরু হয়েছে এবং চলতি বছরের ডিসেম্বরে মুক্তি পাবে বলে জানা গেছে।
সৌমিতৃষা বলেন, “ছোট পর্দার পাশাপাশি বড় পর্দায় কাজ করার স্বপ্ন আমার ছিল। সেই স্বপ্ন এখন পূরণ হতে চলেছে। ‘প্রধান’ ছবির জন্য আমি খুবই উত্তেজিত। দেবের সাথে কাজ করতে পেরে আমি নিজেকে খুবই ভাগ্যবান মনে করছি। আমি আশা করি দর্শকদের আমার অভিনয় ভালো লাগবে।”
ছবির প্রযোজক অতনু রায়চৌধুরী বলেন, “সৌমিতৃষা একজন প্রতিভাবান অভিনেত্রী। তার অভিনয় দক্ষতা দেখে আমরা মুগ্ধ। আমরা বিশ্বাস করি ‘প্রধান’ ছবিতে তার অভিনয় দর্শকদের মুগ্ধ করবে।” সৌমিতৃষা বলেন, “আমি ছবির প্রস্তুতির জন্য খুবই পরিশ্রম করছি। আমি চাই দর্শকদের ভালো একটি সিনেমা উপহার দিতে। আমি আশা করি আমি দর্শকদের হতাশ করব না।”