বিনোদন
প্রধান ছবির জন্য কিভাবে রুমি হয়ে উঠলেন সৌমিতৃষা? এই জার্নি কেমন ছিল তার কাছে?

ডিসেম্বরের শহরে মুক্তি পেতে চলেছে দেব ও সৌমিতৃষা অভিনীত ছবি ‘প্রধান’। টেলি পর্দার জনপ্রিয় ‘মিঠাই’-য়ের বড় পর্দায় অভিষেক হতে চলেছে এই ছবির মাধ্যমে। ছবি মুক্তির আগেই নিজের চরিত্র নিয়ে অকপট অভিনেত্রী সৌমিতৃষা।
সৌমিতৃষা বলেন, ‘মিঠাই’ থেকে ‘রুমি’ হয়ে ওঠার জার্নিটা ছিল কঠিন। তবে তিনি চেষ্টা করেছেন নিজের মধ্যে ‘মিঠাই’-এর ছায়া ফেলতে না। তিনি এখন ‘প্রধান’-এর নায়িকা রুমি।
সৌমিতৃষার মতে, অভিনয়ের মূল হলো নানান চরিত্রের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়া। তিনি অভিনেতা দেবের কাছ থেকে অনেক কিছু শিখেছেন। দেবের অভিনয় দক্ষতা তাকে মুগ্ধ করেছে।