বিনোদন

প্রতিদিন পানীয় বলতে শুধুই বাবল টি! ভয়ংকর পরিণতির শিকার এই তরুণী

 

তাইওয়ানের এক ২০ বছরের তরুণী সারা দিন শুধু বাব্‌ল টি খেতেন। জল পান করতেন না বললেই চলে। এর ফলে তাঁর কিডনিতে ৩০০টি পাথর জমে যায়। চিকিৎসকেরা বলছেন, অতিরিক্ত চিনি গ্রহণের কারণে এমনটা হয়েছে।তরুণীর নাম লু হুয়ান-ই। তিনি তাইওয়ানের দক্ষিণাঞ্চলীয় শহর তাইচুংয়ে থাকেন। তিনি বাব্‌ল টির খুব ভক্ত। প্রতিদিন কয়েক কাপ করে বাব্‌ল টি খেতেন। রেস্তোরাঁয় গেলেও অন্য খাবার নয়, শুধু বাব্‌ল টি অর্ডার করতেন। বাড়িতেও খুব কম খাবার খেতেন।

কয়েক দিন আগে হঠাৎই তরুণীর ডান দিকের কোমরে প্রচণ্ড ব্যথা শুরু হয়। ব্যথা সহ্য করতে না পেরে তিনি হাসপাতালে যান। সিটি স্ক্যান করে দেখা যায়, তাঁর কিডনিতে অজস্র পাথর জমে আছে।চিকিৎসকরা তড়িঘড়ি অস্ত্রোপচার করেন। অস্ত্রোপচারের সময় একের পর এক পাথর বেরিয়ে আসতে থাকে। অস্ত্রোপচার শেষে তরুণীর কিডনি থেকে মোট ৩০০টি পাথর বের করা হয়।

চিকিৎসকরা বলছেন, তরুণী অতিরিক্ত চিনি গ্রহণের কারণে এমনটা হয়েছে। বাব্‌ল টিতে প্রচুর পরিমাণে চিনি থাকে। প্রতিদিন কয়েক কাপ বাব্‌ল টি খেলে শরীরে অতিরিক্ত চিনি প্রবেশ করে। এই চিনি শরীরে ক্যালসিয়াম, অক্সালেট এবং ইউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে পাথর তৈরি করে।

চিকিৎসকরা জানান, তরুণীকে এখন আর বাব্‌ল টি খাওয়া যাবে না। এছাড়াও তাকে পর্যাপ্ত পরিমাণে জল পান করতে হবে।

Related Articles