পর্দার মতোই কি বাস্তবেও বাড়ির কাজ জানেন সৌমিত্রিষা? জানালেন অভিনেত্রী

ছোট পর্দার জনপ্রিয় ধারাবাহিক “মিঠাই”-এর মিঠাই চরিত্রের মাধ্যমে সৌমিতৃষা কুণ্ডু দর্শকদের মন জয় করে নিয়েছেন। পর্দার মিঠাই যেমন একজন আদর্শ গৃহিণী, বাস্তবে সৌমিতৃষাও তার থেকে খুব একটা আলাদা নন। তবে পর্দার মতো বাস্তবেও তার কিছু বদঅভ্যাস রয়েছে।
সৌমিতৃষা বলছেন, “আমার একটা বড় বদঅভ্যাস হল, বাথরুম থেকে বেরিয়ে দরজা বন্ধ করি না। আলোও নেভাই না। এছাড়াও, আমার ব্যাগ সবসময় খোলা থাকে। আমার বাবা-মা আমাকে বলেন, ‘তুমি তো একটা ছোট বাচ্চা।'”
সৌমিতৃষা আরও বলেন, “আমার স্বীকার করতে লজ্জা নেই, নখ খাওয়া আমার ভীষণ বদ অভ্যাস। আর সেটা বন্ধ করতেই আমি সবসময় নেল এক্সটেনশন করিয়ে রাখি।”
বাড়িতে সৌমিতৃষা একমাত্র মেয়ে, তাই ভীষণ আদরেরও। বাড়িতে তাকে সাধারণ সোনাই, বাবাই, সুনু এইসব নামেই ডাকে বাবা-মা। মাসি নাম দিয়েছে কোয়েল।
সৌমিতৃষার কথা শুনে মনে হয়, তিনি একজন সরল, সহজ-সরল মানুষ। তার বদঅভ্যাসগুলোও বেশ মজার। আশা করি, তার মনের মানুষটি তার সব বদঅভ্যাসকে মেনে নেবে এবং তাদের সম্পর্ক সুখের হবে।