বিনোদন

নেপালের শোতে খুঁড়িয়ে হাঁটছেন অরিজিৎ, ভিডিও ভাইরাল হতেই চিন্তিত অনুরাগীরা!

 

বলিউডের জনপ্রিয় গায়ক অরিজিৎ সিংহ সম্প্রতি নেপালে একটি শোতে অংশগ্রহণ করেন। সেখানে সাউন্ড চেকের সময় তার পায়ে ব্যথার কারণে খুঁড়িয়ে হাঁটতে দেখা যায়।

বিমানবন্দরে অরিজিৎ ও তার স্ত্রী কোয়েল রায়কে ক্যামেরাবন্দি করা হয়। সেখান থেকে বেরিয়ে সোজা অনুষ্ঠান স্থলে চলে যান অরিজিৎ। সাউন্ড চেকের সময় ছাই রঙা প্যান্ট ও সবুজ হুডি পরে গলায় গিটার নিয়ে মঞ্চের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার সময় তার পায়ে ব্যথার কারণে রীতিমতো খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখা যায়।

ভিডিয়োটি প্রকাশ্যে আসার পর অনেকেই উদ্বিগ্ন হয়ে পড়েন। কেউ কেউ বলেন, হয়তো অরিজিৎ কোনো আঘাত পেয়েছেন। আবার কেউ কেউ বলেন, হয়তো তার পায়ে কোনো অসুখ হয়েছে।

অরিজিৎ সিংহের পায়ে ব্যথার কারণ এখনও জানা যায়নি। তবে আশা করা যায়, তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।

Related Articles