বিনোদন
ধীরে ধীরে গলছে পুরনো বরফ, জন্মদিনে মিমিকে শুভেচ্ছা জানালেন শুভশ্রী!

মিমি চক্রবর্তীর জন্মদিনে টলিপাড়ায় নতুন বিতর্কের সূত্রপাত। নুসরত জাহানের বিশেষ পোস্ট না থাকলেও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ফুলের তোড়া মিমির জন্মদিনকে করে তুলেছে আরো আকর্ষণীয়।
একসময়ের ‘বেস্ট ফ্রেন্ড’ মিমি ও শুভশ্রীর সম্পর্ক রাজ চক্রবর্তীর কারণে তিক্ত হয়েছিল।রাজের সাথে মিমির প্রেম-বিচ্ছেদের পর থেকেই তাদের বন্ধুত্বে ভাঙন ধরে।
কিন্তু সময়ের সাথে সাথে সম্পর্কে পরিবর্তন এসেছে।মিমি এখন রাজ ও শুভশ্রীর সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখে।