বিনোদন
দেব-এর নতুন ছবি ‘খাদান’-এ চমক, একই সঙ্গে ডবল রোলে অভিনয় করবেন দেব

বাংলা সিনেমার সুপারস্টার দেব-এর নতুন ছবি ‘খাদান’-এর শুটিং শুরু হতে চলেছে। ছবিটি পরিচালনা করবেন সঞ্জয় রিনো দত্ত। ছবিটির গল্প হবে কয়লাখনি অঞ্চলের সামাজিক-রাজনৈতিক প্রেক্ষাপটে।
ছবিটিতে দেব একইসাথে বাবা ও ছেলের চরিত্রে অভিনয় করবেন বলে শোনা যাচ্ছে। অর্থাৎ, বলিউডের ছবি ‘জওয়ান’-এর মতোই দেব ‘খাদান’-এও একাই দুই চরিত্রে অভিনয় করবেন। তবে এ বিষয়ে এখনও পর্যন্ত ছবির নির্মাতারা কোনো আনুষ্ঠানিক ঘোষণা করেননি।
এছাড়াও, শোনা যাচ্ছে, ছবিটিতে দেবের সঙ্গে যিশু সেনগুপ্ত ও বনি সেনগুপ্তও অভিনয় করবেন। তবে এ বিষয়েও নির্মাতাদের কোনো বক্তব্য নেই।
দেব সম্প্রতি ‘প্রধান’ ছবির মাধ্যমে দর্শকদের মন জয় করেছেন। ছবিটি প্রেক্ষাগৃহে দারুণ ব্যবসা করেছে। ‘খাদান’-এ দেব কীভাবে অভিনয় করবেন, সেটি দেখার জন্য দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে।