দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে লুকিয়ে বিয়ে করেছেন শ্রুতি হাসান? আসল সত্যি কী?

দক্ষিণী ও বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি হাসন। সম্প্রতি তাঁর বিয়ে নিয়ে জল্পনা শুরু হয়। বলিউডের নয়নের মণি ও সমাজমাধ্যমের প্রভাবী ওরি জানান, প্রেমিক শান্তনু হাজারিকার সঙ্গে নাকি লুকিয়ে বিয়ে সেরেছেন শ্রুতি। তবে এই খবর সম্পূর্ণ মিথ্যা বলে জানালেন শ্রুতি নিজেই।
সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্রুতি বলেন, “আমি বিবাহিত নই। আমি বরাবরই আমার জীবন নিয়ে খোলামেলা ভাবে কথা বলেছি। বিয়ের মতো এত বড় একটা বিষয় কেন চেপে যাব! কী হাস্যকর! যাঁরা আমাকে একেবারেই চেনেন বা জানেন না, তাঁরা থেমে যান।”
ওরির মতে, একবার শ্রুতি তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করেছিলেন। সেই প্রসঙ্গে কথা বলতে গিয়েই তিনি শান্তনুকে শ্রুতির স্বামী হিসাবে সম্বোধন করেন। ওরির ওই মন্তব্য থেকেই শুরু হয় শ্রুতির বিয়ে নিয়ে জল্পনা।
শ্রুতি ও শান্তনু গত প্রায় চার বছর ধরে একে অপরের সঙ্গে সম্পর্কে রয়েছেন। তবে বিয়ে নিয়ে এখনই কোনও পরিকল্পনা নেই শ্রুতির। তিনি বলেন, “আমরা এখনই খুব ভালো আছি। বিয়ে নিয়ে এখনই কোনও কথা নেই।”