বিনোদন

দাদাগিরিতে দেব-সৌমিতৃষা, সৌরভ গাঙ্গুলীর গুগলি কিভাবে খেললেন সৌমিতৃষা?

 

দাদাগিরির মঞ্চে আবারও হাজির হলেন দেব এবং সৌমিতৃষা। তাদের নতুন ছবি ‘প্রধান’-এর প্রচারে তারা এসেছেন। দাদাগিরির নতুন প্রোমোতে দেখা যাচ্ছে, সৌরভের প্রশ্নের উত্তর দিতে না পেরে নাজেহাল অবস্থায় পড়েছেন সৌমিতৃষা।

সৌরভ সৌমিতৃষাকে প্রশ্ন করেন, “দীপকের পদবি প্রধান, কিন্তু দীপকের মুখের পদবি কী?” এই প্রশ্ন শুনে ভ্যাবাচ্যাকা খেয়ে যান সৌমিতৃষা। দেবও কিছু বুঝতে পারছেন না। মমতা শঙ্কর বলেন, “জানি না বাবা।” শেষ পর্যন্ত সৌরভের কাছে সাহায্য চান সৌমিতৃষা। সাবিত্রী চট্টোপাধ্যায় বলেন, “এত ভাবলে রাতে ঘুম হবে না।”

এদিকে, সাবিত্রী চট্টোপাধ্যায়ের বিয়ে নিয়ে আক্ষেপের কথাও শোনা যায় প্রোমোতে। তিনি বলেন, “যখনই কাউকে একটু ভালো লেগেছে তখনই তিনদিনের মাথায় শুনলাম তার বউ আছে।” এটা শুনে সৌরভ, দেব, পরাণ বন্দ্যোপাধ্যায়, সোহম এবং মমতা শঙ্কর সবাই হেসে ফেলেন।

Related Articles