বিনোদন

তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন শুভশ্রীর দিদি দেবশ্রী, চেনেন তার প্রেমিককে?

 

টলিপাড়ায় আবারও বিয়ের খবর। এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী দেবশ্রী গঙ্গোপাধ্যায়। তিনি দ্বিতীয় বার বিয়ে করেছিলেন ২০২১ সালে। কিন্তু সেই সম্পর্ক ভেঙে যায় দু’বছরের মধ্যে।

শোনা যাচ্ছে, এবার দেবশ্রী একজন ব্যবসায়ীর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসবেন। তবে এই খবর নিয়ে এখনও পর্যন্ত দেবশ্রী বা তাঁর পরিবারের তরফ থেকে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

দেবশ্রী গঙ্গোপাধ্যায়ের প্রথম বিয়ে হয়েছিল ১৯৯৭ সালে। সেই বিয়ে থেকে তাঁর একটি ছেলে রয়েছে। ছেলের বয়স এখন ২২ বছর। ছেলের পড়াশোনার জন্য দেবশ্রী বিদেশে ছিলেন। ছেলের পড়াশোনা শেষ হওয়ার পর তিনি ফিরে আসেন কলকাতায়।

দেবশ্রী গঙ্গোপাধ্যায় একজন জনপ্রিয় অভিনেত্রী। তিনি বাংলা টেলিভিশন এবং সিনেমায় অভিনয় করেছেন। তাঁর অভিনীত উল্লেখযোগ্য টেলিভিশন ধারাবাহিকগুলির মধ্যে রয়েছে ‘সাথী’, ‘সীতা’, ‘মিষ্টি মেয়ে নন্দিনী’, ‘জল থই থই ভালবাসা’। তাঁর অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলির মধ্যে রয়েছে ‘ফাটাফাটি’, ‘জুলফিকার’, ‘নৌকাডুবি’।

Related Articles