বিনোদন

তদন্ত করতে গিয়ে উৎসবের পাতা জালে পা দিল জগদ্ধাত্রী! কী হবে এবার?

 

জি বাংলার এক জনপ্রিয় ধারাবাহিক হলো জগদ্ধাত্রী।
কৌশিকী কে মেনন ফোন করে জানালো সে যদি কুড়ি কোটি কোটি টাকা দেয় তাহলে তার মেয়েকে ছেড়ে দেবে। পুলিশকে যদি জানাই সে তাহলে তার মেয়েকে বিদেশে পাচার করে দেবে। কৌশিকী জানালো সে তার মেয়ের জন্য সবকিছু করতে পারে কুড়ি কোটি টাকা তো কিছুই না।

কৌশিকী জানতে পেরে গিয়েছে তার মেয়ে ভালো নেই তাই সে যে করে হোক তার মেয়েকে উদ্ধার করে আনবে। অন্যদিকে আবার জগদ্ধাত্রী তার টিমকে কৌশিকীর উপরে নজর রাখতে বলল এর কারণ কৌশিকী অফিসে গিয়ে মোটা অংকের টাকা তোলে তার মেয়েকে ছাড়ি আনার চেষ্টা করবে বলে।

মুখার্জি পরিবারের জামাই দেবুকে জগদ্ধাত্রী বুঝিয়ে দিচ্ছে সে আসলে কি ভুল করলে দোষীদের চাপকে শায়েস্তা করতে পারে দেবুদা উপন্যাসের গোয়েন্দাদের কথা শুনেছে কিন্তু জগদ্ধাত্রীরা হল ওয়েল টেন্ড।

Related Articles