ডাঙ্কির প্রথম শো দেখতে চান? কলকাতায় ডাঙ্কির প্রথম শো কখন জেনে নিন!

বলিউডের কিং খান শাহরুখ খানের নতুন ছবি ‘ডাঙ্কি’ মুক্তির আর মাত্র দুদিন বাকি। এই ছবিটি কলকাতায় মুক্তি পাবে আগামী ২৩ ডিসেম্বর। ছবিটি মুক্তির আগেই দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ রয়েছে।
গত বছর সেপ্টেম্বরে মুক্তি পাওয়া শাহরুখের ছবি ‘জওয়ান’-এর প্রথম শো কলকাতায় ভোর ৫টায় হয়েছিল। কিন্তু এবার ‘ডাঙ্কি’-র প্রথম শো সকাল ৭টায়। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে পরিবেশক সংস্থা এসভিএফ জানিয়েছে, শীতের সকালে ভোরে শো হলে দর্শকদের সমস্যা হতে পারে। তাই সকাল ৭টাকে প্রথম শোয়ের জন্য সবচেয়ে উপযুক্ত সময় হিসেবে বিবেচনা করা হয়েছে।
শহরের বেশ কিছু শাহরুখ খান ফ্যান ক্লাব সকাল ৬টায় শো চেয়ে পরিবেশক সংস্থার কাছে আবেদন করেছিল। কিন্তু পরিবেশক সংস্থার তরফে জানানো হয়েছে, ফ্যান ক্লাব যদি পুরো হলের টিকিট বুক করে নেয়, তবে ৬টায় শো দেওয়া যেতে পারে। কিন্তু সাধারণ দর্শকদের জন্য সকাল ৭টায়ই শো হবে।
‘পাঠান’ এবং ‘জওয়ান’-এর পর শাহরুখ খানের ‘ডাঙ্কি’-র প্রথম দিনে বক্স অফিসে কী রকম ব্যবসা করে, তা দেখার অপেক্ষা।