বিনোদন

টলিপাড়ায় টিআরপি তালিকায় হাড্ডাহাড্ডি লড়াই! শেষ পর্যন্ত বেঙ্গল টপার হলো কে?

 

এই সপ্তাহের টিআরপি তালিকা প্রকাশিত হয়েছে, এবং টলিপাড়ায় চলছে তীব্র উত্তেজনা! প্রথম পাঁচে স্থানের জন্য তীব্র লড়াই দেখা যাচ্ছে, তবে কিছু সিরিয়াল তাদের জায়গা ধরে রাখতে সক্ষম হয়েছে।

জ্যাস সান্যাল ও সয়ম্ভু মুখোপাধ্যায়ের ‘জগদ্ধাত্রী’ এখনও দর্শকের আগ্রহ ধরে রেখেছে। কিছুটা নম্বর কমলেও ৮.৫ পেয়ে তারা চলতি সপ্তাহের তালিকায় শীর্ষে। একই চ্যানেলের ‘ফুলকি’ ৮.৩ নম্বর পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।

তৃতীয় স্থানে রয়েছে স্টার জলসার গীতা এল.এল.বি। ৮.১ নম্বর পেয়ে তারা ধারাবাহিক ভাবে তালিকার উপরের দিকে জায়গা ধরে রেখেছে।

চতুর্থ স্থানে রয়েছে জি বাংলার ‘নিমফুলের মধু’। তবে গত সপ্তাহের মত এ সপ্তাহেও তাদের প্রাপ্ত নম্বর ৭.৮।

‘অনুরাগের ছোঁয়া’ দর্শকের মন জয় করতে সক্ষম হয়েছে। ৭.৩ নম্বর পেয়ে তারা পঞ্চম স্থানে রয়েছে।

এই তালিকা থেকে বোঝা যাচ্ছে, টলিপাড়ায় টিআরপি-র লড়াই তুঙ্গে। দর্শকদের মন জয় করতে প্রতিটি সিরিয়ালই তীব্র প্রতিযোগিতায় নেমেছে।

Related Articles