‘জামাল কুদু’: কিভাবে ইরানের লোকসঙ্গীত এখন কাঁপাচ্ছে ভারতের নাচের আসর!

বলিউডের নতুন ছবি ‘অ্যানিম্যাল’-এর মুক্তির পর থেকেই গান ‘জামাল কুদু’ ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এই গানটির সুর ও তাল সকলের মন ছুঁয়ে গেছে। কিন্তু অনেকেই জানেন না যে, এই গানটি আসলে ইরানের একটি লোকসঙ্গীত।
‘জামাল কুদু’ গানটি প্রায় অর্ধশতাব্দী আগে ইরানের দক্ষিণ প্রদেশ খারাজেমে প্রথম গাওয়া হয়। এরপর থেকে এই গানটি ইরানের বিয়ের অনুষ্ঠানে নিয়মিত বাজানো হয়। ‘জামাল কুদু’ গানটির কথা ইরানের বিখ্যাত কবি বিজান সামানদারের লেখা।
এই গানটির অর্থ হল, ‘ও আমার প্রিয়, আমার ভালবাসা, আমার মিষ্টি ভালবাসা। তুমি আমাকে পাগল করে দিয়েছ। তুমি আমার হৃদয় ভেঙে দিয়েছ।’
‘অ্যানিম্যাল’ ছবির পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা এই গানটিকে নতুন করে সাজিয়ে ভারতীয় দর্শকদের সামনে তুলে ধরেছেন। তিনি এই গানটিতে ভারতীয় সঙ্গীতের ধাঁচ যুক্ত করেছেন। ফলে গানটি ভারতীয় শ্রোতাদের কাছেও সহজে গ্রহণযোগ্য হয়েছে।