জগদ্ধাত্রী ও অনুরাগের ছোঁয়াকে হারিয়ে দিল ফুলকি! এবারের বেঙ্গল টপার কে?

বাংলা টেলিভিশনে নতুন সিরিয়ালদের জয়জয়কার। শেষ এক মাসে বেশ কিছু নতুন সিরিয়াল শুরু হয়েছে এবং শুরু হতে না হতেই তারা দর্শকদের মন জয় করে নিয়েছে। নতুন সপ্তাহের টিআরপি তালিকায় সেই জয়জয়কার প্রকাশ্যে এসেছে।প্রথম পাঁচে দেখা যাচ্ছে দুটি নতুন নাম। ‘গীতা এল এল বি’ এবং ‘তোমাদের রাণী’। মাত্র কয়েক মাস হয়েছে শুরু হয়েছে এই দুই সিরিয়াল।
ফুলকি প্রথম শুরু থেকেই প্রথম পাঁচে জায়গা করে নিয়েছে ‘ফুলকি’। এ বার ‘জগদ্ধাত্রী’ এবং ‘অনুরাগের ছোঁয়া’-কে টপকে গিয়ে প্রথম স্থানে জায়গা করে নিল ফুলকি। এ সপ্তাহে তারা পেয়েছে ৮.৫।জগদ্ধাত্রী দ্বিতীয় মাত্র কয়েকটি নম্বরের জন্য পিছিয়ে পড়ল ‘জগদ্ধাত্রী’। তবে এ সপ্তাহে যুগ্ম দ্বিতীয় ‘জগদ্ধাত্রী’ এবং ‘নিমফুলের মধু’। এ সপ্তাহে তারা পেয়েছে ৮.১।
গীতা এল এল বি’ তৃতীয় কয়েক সপ্তাহ হল শুরু হয়েছে নতুন সিরিয়াল ‘গীতা এল এল বি’। মাত্র কয়েক দিনেই পুরনোদের টেক্কা দিচ্ছে এই গল্প। তারা পেয়েছে ৭.৩।দীপা-সূর্য চতুর্থ গত সপ্তাহে প্রথম পাঁচ থেকে ছিটকে গিয়েছিল ‘দীপা এবং সূর্য’। এ সপ্তাহে অবশ্য তারা রয়েছে চতুর্থ স্থানে। তাদের প্রাপ্ত নম্বর ৭.২।