জগদ্ধাত্রীর জীবনে আসতে চলেছে বড় ঝড়! তাকে বাঁচাতে কি পারবে স্বয়ম্ভু?

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক “জগদ্ধাত্রী”তে সম্প্রতি দেখা গেছে, গুরু শর্মা জগদ্ধাত্রীকে হুমকি দিচ্ছে। তিনি বলেছেন, জগদ্ধাত্রীকে কিছুক্ষণের মধ্যেই হত্যা করা হবে এবং তার লাশ থেকে কিছুই পাওয়া যাবে না।
জগদ্ধাত্রী এই হুমকির কথা স্বয়ম্ভুকে জানায়। স্বয়ম্ভুও গুরু শর্মার নতুন প্ল্যান সম্পর্কে কিছুটা আন্দাজ করতে পারে। তিনি মনে করেন, গুরু শর্মা জগদ্ধাত্রীকে জাল ওষুধ দিয়ে হত্যা করতে চাইছে।
এর আগে, বেবী গোমসের মায়ের মৃত্যুর রহস্য উদঘাটনের জন্য জগদ্ধাত্রী চেষ্টা করেছিলেন। তিনি ডক্টর কৌলের কাছে বেবী গোমসের মায়ের পোস্টমর্টেম রিপোর্ট চেয়েছিলেন। কিন্তু ডক্টর কৌল জগদ্ধাত্রীকে রিপোর্ট দিতে অস্বীকার করেন।
স্বয়ম্ভু মনে করেন, গুরু শর্মা এই পোস্টমর্টেম রিপোর্টের মাধ্যমে জগদ্ধাত্রীকে ফাঁসাতে চাইছে। তিনি মনে করেন, বেবী গোমসের মায়ের মৃত্যুর কারণ ছিল জাল ওষুধ। এবং এই জাল ওষুধের সরবরাহকারী হল মুখার্জি পরিবার।
স্বয়ম্ভু মনে করেন, গুরু শর্মা জগদ্ধাত্রীকে জাল ওষুধ খাওয়ানোর মাধ্যমে হত্যা করতে চাইছে। এবং তারপর সেই দোষ চাপিয়ে দিতে চাইছে মুখার্জি পরিবারের উপর। জগদ্ধাত্রীর জীবন এখন বিপদের মুখে। স্বয়ম্ভু তাকে বাঁচাতে পারবে কিনা, সেটাই দেখার।