বিনোদন

জগদ্ধাত্রীর ওপর হতে চলেছে প্রাণঘাতী হামলা! গোপন সূত্রে খবর পেল স্বয়ম্ভু

 

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রীর গত পর্বে দেখা গেছে, সাধুদা কৌশিকীর জানায় যে, স্বয়ম্ভুর এই কেসটা দেখছে এবং রাজনাথ মুখার্জিকে সে গ্রেফতার করবেই। কিন্তু কৌশিকী বলে যে, রাজনাথ মুখার্জির গায়ে যেন কোনরকম আজ না আসে। তাহলে সে দেখে নেবে।

এদিকে, জগদ্ধাত্রী এবং কৌশিকী দুজনে মিলেই কৌশিকীকে গুলি কে করেছিল সেই কেস সল্ভ করছে। এর মধ্যেই কাকনকে উৎসব এবং মেহেন্দি ভুল বুঝিয়ে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে। কিন্তু মেনান সেটা জগদ্ধাত্রীকে জানিয়ে দেয়।

জগদ্ধাত্রী এবং স্বয়ম্ভু কেসের জন্য তদন্ত করছে। ঠিক তখনই জগদ্ধাত্রীর উপর আবারো কেউ আক্রমণ করল। কিন্তু তাকে বাঁচাতে কি পারবে স্বয়ম্ভু?

আক্রমণকারীর পরিচয় এখনও জানা যায়নি। তবে, মনে হচ্ছে যে, আক্রমণকারী রাজনাথের লোক। কারণ, রাজনাথ কৌশিকীকে মেরে ফেলতে চায়। তাই সে জগদ্ধাত্রীকেও মেরে ফেলতে চাইতে পারে।

Related Articles