বিনোদন

ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল দেবের বিপরীতে অভিনয় করা, দিদি নম্বর ওয়ানের মঞ্চে জানালেন সৌমিতৃষা!

 

মিঠাই সিরিয়ালের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করা অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু এবার বড় পর্দায় হাজির হচ্ছেন। দেবের বিপরীতে অভিনয় করবেন তিনি। ছবির নাম ‘প্রধান’। ছবির শ্যুটিং ইতিমধ্যেই শেষ হয়েছে।

ছবির প্রচারণাকে কেন্দ্র করে সৌমিতৃষা ও দেব ‘দিদি নম্বর ওয়ান’ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন। সেখানে সৌমিতৃষা তার ছোটবেলার কথা বলতে গিয়ে বলেন, “আমি যখন স্কুলে পড়তাম তখন দেবদা ও জিৎদার ছবি ডায়েরিতে রাখতাম। দেবদা আমার ছোটবেলার ক্রাশ।”

দেবের বিপরীতে অভিনয় করতে গিয়ে প্রথমে একটু ভয় পেয়েছিলেন সৌমিতৃষা। কিন্তু দেব তাকে অনেক সাহায্য করেছেন। সৌমিতৃষা বলেন, “দেবদা খুব ভালো কো-স্টার। তিনি আমাকে অনেক সহযোগিতা করেছেন। আমি খুব কৃতজ্ঞ।”

ছবির শুটিং নিয়ে সৌমিতৃষা বলেন, “শুটিংটা অনেক মজার ছিল। দেবদা ও পরিচালক অভিজিৎ সেন আমাকে অনেক ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন। আমি অনেক কিছু শিখেছি।”

Related Articles