বিনোদন

চঞ্চলের কন্ঠে ভারত-বাংলাদেশ ঐক্যের গান শুনে আবেগপ্রবণ হয়ে পড়লেন শেখ হাসিনা!

 

গত বছরের ক্রিকেট বিশ্বকাপে ভারতের হেরে যাওয়া নিয়ে বাংলাদেশে ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছিল। এতে ভারতের অনেক মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠে এবং বাংলাদেশেও কিছুটা বিদ্বেষের সৃষ্টি হয়। এই পরিস্থিতিতে ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী কিংবদন্তি শিল্পী ভূপেন হাজারিকার “গঙ্গা আমার মা, পদ্মা আমার মা” গানটি গেয়ে শোনালেন। এই গানটি দুই বাংলার মানুষের ঐক্য ও সম্প্রীতির প্রতীক।

চঞ্চল চৌধুরীর এই গানটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচিত হয়েছে। অনেকেই মনে করছেন, এই গানটি বিদ্বেষ ভোলার আহ্বান জানাচ্ছে। চঞ্চল নিজেও বলেছেন, “খেলা মাঠের মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত। কিন্তু এখন মানুষ খেলাকে বাইরে নিয়ে আসছে। এটা খুবই দুঃখজনক।”

চঞ্চল চৌধুরী ওপার বাংলায় বেশ জনপ্রিয়। তিনি সেখানে অনেক নাটক ও চলচ্চিত্রে অভিনয় করেছেন। সম্প্রতি তিনি শ্রীজিৎ মুখোপাধ্যায় পরিচালিত মৃণাল সেনের বায়বীকে কাজ করেছেন।

চঞ্চলের এই গানটি দুই বাংলার মানুষের মধ্যে ঐক্য ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।

Related Articles