গান গাইয়েও ছবিতে রাখা হলো না সেই গান! ডাঙ্কি মুক্তির পর আক্ষেপ প্রকাশ করলেন শান

শাহরুখ খানের নতুন ছবি ডাঙ্কি গতকাল মুক্তি পেয়েছে। ছবিটি মুক্তির আগেই ব্যাপক সাড়া ফেলেছে। ছবিটি দেখে দর্শক এবং সমালোচকদের কাছ থেকে বেশ প্রশংসা পেয়েছে। তবে ছবিটি নিয়ে একমাত্র হতাশ একজন হলেন গায়ক শান।
শান ডাঙ্কি ছবির জন্য একটি গান গেয়েছিলেন। গানের নাম ছিল ‘দূর কহি দূর’। এই গানটি শ্রেয়া ঘোষালের সঙ্গে শান গেয়েছিলেন। গানটি কাশ্মীরে শুট করা হয়েছিল। কিন্তু ছবির সম্পাদনার সময় পরিচালক রাজকুমার হিরানি এই গানটি ছবি থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন।
শান সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “ডাঙ্কি ছবিটি সবার ভালো লাগবে বলে আমি নিশ্চিত। কিন্তু আমি খুবই হতাশ যে, আমার গাওয়া ‘দূর কহি দূর’ গানটি ছবিতে রাখা হয়নি। আমি জানি, ছবিটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু আমি আশা করি, অন্য কোনও ছবিতে এই গানটি শুনতে পাবেন আপনারা।”
শানের এই গানটি ছবি থেকে বাদ দেওয়ার কারণ এখনও জানা যায়নি। তবে এটি নিয়ে অনেকেই সমালোচনা করছেন। তারা বলছেন, শানের গাওয়া এই গানটি ছবিতে রাখার কথা ছিল। কারণ, এই গানটি ছবির গল্পের সঙ্গে বেশ মানানসই ছিল।